স্মৃতি ! একটু একা বাঁচতে দাও আমায়
সবাই ছেড়ে যেতে পারল, তুমি কেন নয়
একা দাঁড়িয়ে থাকা পুরানো মলিন ধ্বংস প্রায় বাড়িটার মত
গেরস্ত না থাকতে পারে , না ছাড়তে পারে
কিছু পুরানো স্মৃতির খসড়া ,মগজে হানিছে শূল
না ভোলা যায়, না মানিয়ে নেয়া যায়।
আমি ভুলে গেলেও ,সে ভুলেনি আমায়
জুতোর ভিতর কাকর বয়ে বেড়ানোর মতই
কলমের আঁচড় মোছা বড়ই কঠিন
তবু মিছে ইচ্ছে মুছিবার
একদা খাতার পাতা পাতলা হতে হতে পার হয়ে যায়।
তবু ছিনে জোঁকের মতো দাগ থেকে যায়
ইস্ ! যদি পেন্সিল কিংবা ব্ল্যাকবোর্ডে চকের দাগ হতো
ওগুলো দুঃস্বপ্ন হতে পারতো
বাস্তব এতটাই কঠিন?
ইতিহাস ই ভবিষ্যতের খুঁটি
না চাইলেও এ কথা মানতে হয়
না না আমি আর এত কিছু ভাববো না
আমি বোধহয় একটু বেশি ভাবি
ভাবছি কি করে না ভেবে থাকা যায়
ভাবছি চলমান স্রোত থেকে বেরিয়ে, একটু বিশ্রাম
স্মৃতি, আমায় একদন্ড ছুটি দেবে?
আমি বাঁচতে চাই, স্মৃতি হীন একদিন