এখন তোমার অনেক আছে, সব হারাবে কবে?
তোমার একটা নগর আছে, কিংবা মস্ত শহর আছে
নদীর পাড়ে বাসা আছে, কথা বলার ভাষা আছে
বস্তির মাঝে স্বস্তি ফেলে , কিংবা মহল দালান আছে
সখি আছে সখা আছে, বকা ঝকা লেগেই আছে
নদী পাহাড় দিঘী আছে, কারো ছোট্ট পুকুর আছে
জল আছে, জেলা আছে, রাজ্য কিংবা দেশ আছে
তোমার মত আরো আছে, তারাও দিব্যি বেশ আছে ,
তোমার একটা পরিচয় আছে, পূর্বজ দের সুনাম আছে।
তোমার একটা স্ট্যাটাস আছে, খুলির ভিতর মগজ আছে
মোহ মায়া প্রেম আছে, তার চেয়ে বেশি ঘৃণা আছে,
কাম ক্রোধ লোভ আছে, প্রযুক্তির বিদ্যে আছে
যেদিন তুমি শূন্য হবে, সেদিন তুমি পূর্ণ হবে।