তুমি সুন্দর, অতি সুন্দর
বাহু প্রসারিত করেও দেখাতে পারব না।
বোঝাতে পারবো না ঠিক কতটা সুন্দর।
তোমার গ্রন্থ পড়েছি, বুঝেছি, অনুভব করেছি।
স্রষ্টার একটা নিদর্শন বটে।
আপাদমস্তক কারিগরি চমক
প্রেম মায়া মমতা ছলনা আরও কত কি!
শীতল দেহ, উষ্ণ আদর।
সবকিছুই রয়েছে তোমার দেহ মন জুড়ে।
তবে জানো কি একটা কথা?
তুমি পৃথিবীর সব থেকে সুন্দর না।
তোমার থেকে ঢের বেশি সুন্দর, দুরন্ত শিশু,
ফুল ,পাখি, আর নির্জন প্রকৃতি।
নির্জন , একেবারেই নির্জন।