হেঁটে চলেছি দুর্বার গতিতে
একেবারে নিজস্ব কক্ষ পথে।
একদিন নিশ্চয় নির্ঘাত
তুমি আমি এক সরল রেখায়।
আর মাত্র কয়েক কোটি বছর।
খসে পড়া তারাখসায় ভয় পেয়োনা,
ব্ল্যাকহোল কে পরাজিত করে এগিয়ে চলো।
পথ চলো অবিরাম।
অনেক দূরে আর একটি সূর্য,
ক্রমশ তোমার কাছে আসতে চায়,
তোমাকে ছুঁতে চায়,
আলো দেয়ার নাম করে
তোমাকে বস্ত্রহীন দেখতে চায়।
ইস্
আমি কল্পনা করতেই পারিনা।
তুমি শুধু আমার ,
কেবলই আমার।
দীর্ঘ প্রতীক্ষার পর
আমি তুমি আর সূর্য্য
এক সরল রেখায় হয়েও ,
সেদিন মিলন হয়নি।
বরং সেদিন গ্রহণ লেগেছিলো।