বিশ্বকবি বাঙ্গালীর রবি,
হৃদয় মাঝে তোমার ছবি ।
বাংলা মায়ের আচল ধরে ,
সাজিয়েছো, সুর ছন্দ ভরে ।
মোদের গর্ব বিশ্ব মাঝে ,
যাপি মালা সকাল সাজে ।
তোমার কথা তোমার গান ,
জুড়ায় মোদের আজও প্রাণ ।
গল্প নাটক কাব্য কবিতা,
শিল্প সাহিত্য দিয়েছো সবি- তা
আজও তোমার অমল আছে ,
পুকুর মাঝে কমল আছে।
তালগাছটা একা দাঁড়িয়ে ,
কাবলিওয়ালা গেছে হারিয়ে ।
দইওয়ালা আসেনা দ্বারে ,
ডাক দিয়েছি বারে বারে ।
বিদেশিনী বিদেশ গেছে ,
তোমার স্মৃতি নিয়ে গেছে ।
হৃদয়ে তুমি বিরাজমান ,
কবিরে করি সশ্রদ্ধ প্রণাম।