আজ প্রথম দিন
বিশ্বাস করিনা এই সংবাদ
মানিনা এই সংবাদ।
যদিবা সংবাদ সত্য হয় !
যদি সত্য হয় !
যদি ...সত্য হয়!..........
হায়, তোমার প্রতিশ্রুতি মিথ্যা কেমনে হয়?
আজ দ্বিতীয় দিন।
হাহাকার চারিধার।
তুমি ছাড়া বাকি সবাই রয়েছে।
সবাই কই ?
সবই মিথ্যা !
সবাই মিথ্যা !
হায়, এ মিথ্যার মাঝে
তুমি নাই , শুধু এটাই সত্যি।
আজ তৃতীয় দিন।
নেত্র বারি হীন ,
কণ্ঠ শব্দহীন ,
শরীর ভীষণ ক্ষীণ,
দুঃস্বপ্নে বিভোর
কাতর আর্জী শুধু
কথা দিয়ে কথা রাখোনি কেনো?
আজ চতুর্থ দিন।
কোলাহল চারিধার তবু
জনমানব শূন্য সংসার।
প্রাণশূন্য পৃথিবীতে হাহাকার
তীব্র আর্তনাদ আজ পাথর চাপা।
বুকের বাঁয়ে ভীষণ ব্যথা।
এভাবে যাওয়ার কথা তো ছিলনা প্রিয় ?
আজ পঞ্চম দিন!
খানিক সুস্থ খানিক অসুস্থ।
যে যার কাজে সে তার ব্যস্ত!
মলিন বিছানা চাদর বালিশ,
ঘুমপাড়ানি ঠিকানা হারিয়েছে।
প্রতিটা মিনিট বছরের ন্যায়
আর কত বছর কত যুগ,
অপেক্ষা করাবে বলো ?
আজ ষষ্ঠ দিন!
বিগত কয়েকদিন ধরে দেখছি!
সূর্যোদয় সময় বদলেছে।
পৃথিবী গতি হারিয়েছে।
চাঁদের আলো কমেছে।
শুধু আকাশের গায়ে
একটা নতুন তারা লেপটে আছে।
আজ সপ্তম দিন!
বাড়িতে তালা ঝুলিয়ে
হাঁটতে শুরু করেছি।
অজানার উদ্দেশ্যে
তোমার পাউড়ি ধরে,
নিরুদ্দেশ হয়ে পথে পথে ফিরছি।
যদি একবার
ঠিকানা খানা পেয়ে যাই।
আজ একমাস
জেলা জেলান্তরে
কত গুলো রাজপথ
পায়ে ঘসেছি,
হিসাব রাখেনি কেউ।
স্মৃতি সমূহ বুকে নিয়ে
আজও বেঁচে আছি দিব্বি।
আমি কি তাহলে বেঁচে আছি ?
আজ কয়েক যুগ পরেও
বুকের বাঁয়ের ব্যাথাটা কমেনি।
তোমার ঘরে কেউ বাস করেনি।
কোনো নির্জন দুপুরে নূপুরের শব্দ
আমায় হাতছানি দিতে পারেনি।
শুধু আকাশ দেখি
রাতের অন্ধকারে,
সুখ তারার পাসে ,
কে যেনো মিটি মিটি হাসে।
ভীষণ হিংসে হয় ,
তোমাকে ঘিরে এত নক্ষত্র কেনো ?
ফিরে এসো !
আর একটি আকাশ খুঁজে দেবো,
সেখানে থেকো আমার পাশে।
নতুন এক আকাশে দুজনে।