তোমার কটাক্ষ চাহনি, গরল স্পর্শ
বিষ চুম্বন, নাভিশ্বাস আলিঙ্গন ,
এমনকি স্বৈরাচারী সিদ্ধান্ত,
অনড় অটল প্রেম প্রস্তাব,
ইচ্ছা করেই উপেক্ষা করিনি।
অলিতে গলিতে গুপ্তচর !
কবে ফুল দোকানে দাঁড়িয়েছিলাম,
কবে সরাইখানা ঢুকেছি,
কবে চন্দ্রমুখী ইশারা করলো ,
প্রতিটা খবর তোমার নখদর্পণ।
গণতন্ত্রের গলা টিপে,
রাজতন্ত্র প্রতিষ্ঠা করে,
প্রেমের শিকলে বেঁধে,
ভালবাসার কারাগারে আবদ্ধ করে,
প্রণয় প্রতিষ্ঠা করার প্রচেষ্টা।
তোমার প্রেমের সংবিধানে
শাসন আর শোষণ।
চড়া মূল্যে ক্রীতদাস পেলেও
নগরে নাগর পাবেনা কোনোদিন।