আর একবার মৃত্যুর আলিঙ্গন
বাহুডোরে বেঁধে সেঁধে তাকে,
ভীষণ আপন মনে হয়েছিল।
হিমবাহ কিংবা তুষার ঝড়
হৃদয় শীতল করতে পারেনি কোনোদিন।
শিকার ছেড়ে দিতে অস্বীকার করে
চিল উড়ে চলে আপন মনে।
আমি ধরা দিয়েছি তাকে।
তবে আত্মসমর্পণ করিনি আজও।
অ্যামাজনে আগুন লেগেছে ,
ধোঁয়া আর ধোঁয়া চারিধার।
সে আগুনে ঝলসে যায় দেহ,
মন জ্বলে কই ?
বার বার মরণ আসে যায়
মৃত্যু হলো কই ?