মহীনের ঘোড়াগুলি আস্তাবলে বিশ্রামে
সামনে সবুজ ঘাসে , গাধারও ঘুম পায়!
কেউ জেগে ঘুমিয়ে , কেউ গভীর ঘুমিয়ে
মৃত প্রায় সকলেই মস্ত এ শহরে ,
মাঝে মাঝে জাগে চেতনা চিত্তে ,
মাঝে মাঝে ঘুম ভাঙ্গে আচম্বিতে।

যখন ঘুম ভাঙ্গে, তখন সূর্যাস্ত,
যখন ঘুম ভাঙ্গে তখন নদীতে ভাটা,
তখন আলিপুর রোডে নো এন্ট্রি,
কিছু ক্ষন আগেই লোকাল ট্রেন
গ্রামের পথে পাড়ী দিয়েছে।
যখন ঘুম ভাঙ্গে,  বন্ধ পেট্রোল পাম্প,
বন্ধ ইন্ডিয়ান রেস্তোরাঁর ঝাপ।


জেগে আছে কয়েকটা নরোখাদক
ভবিষ্যৎ খাদক, সর্বভুক আর রক্ষক। 
অশান্ত করে রেখেছে সারমেয়র,
আর গামবুটের খট খট শব্দ,
শহর তবুও  ঝিমিয়ে ঘুমিয়ে ,
আস্ত হিমেলে সিক্ত চেতনা,
হতাশ হা-হুতোস ফেলে ,
আবার মৃতদের দলে যোগ।