আমি দেখতে পাই, আমি দেখতে পাচ্ছি
স্বচ্ছ কাঁচের মত , দিবালোকের মতো
আলেকজন্দ্রিয়ার সহ নালন্দার ধ্বংস স্তুপ
বই পোড়ার তির্যক রোশনি
উড়ে আসা ছাই , পুড়ে যাওয়া ভবিষ্যৎ
আমি দেখতে পাই
ছাপা সত্য কে চাপা দিয়ে
আগুন জ্বালিয়ে রুটি সেঁকতে।
তোমার নেতা গোলা টিপে ধরে
ছাপাখানার মালিকের
একটা একটা করে অক্ষর পরিবর্তন করে
শব্দ বাক্য এমন কি .........
একান্তই অপরিবর্তনীয় হলে , যাবে জ্বলে
ক্রমান্বয়ে শব্দ বর্ণ অক্ষর।
বই জ্বলে কাগজ কলম জ্বলে
যা কিছুতে জ্বালা, তাই জ্বলে
তুমি নির্বাক মূর্তি, নীরব,
নিস্তেজ মশাল।