চুপ, মানুষ ঘুমাচ্ছে
আর একটিও শব্দ করো না
তাদের নিদ্রা থেকে জাগিয়ো না,
যখের ধোনের যাঁতাকলে
রোজ পিষে মরছে তারা
বেঁচে ফেরে যারা, ক্লান্ত তারা
নুয়ে পড়ে , ধুক ধুক ধুঁকছে
চুপ, মানুষ ঘুমাচ্ছে
চ্ক্ষু কর্ন জিহ্বা ত্বক বিবেক বুদ্ধি
এসব কিছুর সাড়া নেই আর
খিল এঁটেছে বেজায় কষে
কঠিন আবরণ অভেদ্য বটে
শব্দ জব্দ প্রবেশ নিষেধ
তারা ঘুমাতে চায় লাশের মত
চুপ, মানুষ যে ঘুমাচ্ছে !
কেনো তাদের স্বপ্ন দেখাও?
ঘোর কাটতে ঢের বাকি
কিসের নেশায় কেউ জানেনা !
অনুভূতিতে মরছে পড়েছে ,
জীবন্ত লাশের সারি।
শুধু চোখ টা বন্ধ করতে চায়।