বিষাক্ত কালো ধোঁয়া, দূষিত বাতাস
লোহার কঙ্কাল আর কংক্রিটের দেওয়াল
কাতর আর্তনাদ সে দেয়াল ভেদ করতে পারেনা
সবাই কেমন আপন খেয়ালে
স্বচ্ছ কাঁচ ভেদ করে কিছু রঙিন আলো
যদি বা ফুট পথে পড়ে এসে
কাঙালের কিছু আসে যায় না
আলোর শহরের কালো দিকে
প্রদীপের নিচে, যেখানটা শুধুই অন্ধকার
কিছু মুষ্টিমেয় মানুষ, উচ্ছিষ্ট খেয়ে,
আপ্রাণ প্রাণ বাঁচানোর প্রচেষ্টায়,
পাঁচ তারা গুলোর সাথে আকাশের তারার কত মিল
তারা খসা দেখলে, মনোবাসনা পূর্ণ হয়
শহরের পাঁচতারা গুলোর বেঁচে যাওয়া খাদ্য,
কিছু সারমেয়র ও কিছু মানুষের
জীবন ধারণের উপক্রম সামগ্রী।
প্রতিটা এঁদো গলি শহরমুখী
মেঠো পথ একদিন সড়কে পরিণত হয়
তার সাথে মেঠো মানুষগুলো
বিষাক্ত ধোঁয়ায় কৃত্রিম হয়ে ওঠে !