তোমার ইন্দ্রজালের ফাঁদ কেটে
মিছে মায়াজাল ছিঁড়ে
রূপক প্রেমের পত্র জ্বালিয়ে
স্বয়ম আমি আমাতেই বিরাজমান
নিমেষে চুরমার করে দিতে পারি
ধ্বংস করে দিতে পারি অহঙ্কার
কিসের রূপ , কিসের যৌবন তোমার
আমি না থাকলে সব বেকার
যে রাজ্যে প্রজা নেই ,
সেখানে আবার রাজা কিসের
আমি যাকে ইচ্ছা সুন্দর বলবো
এমন কি সুন্দরের সংজ্ঞা বদলে দেবো
হরিণের মতো নয়ন , তাতে আবার কাজল!
আমার ভালো লাগেনা
ফুল দেয়া খোপা
পান পাতার মত মুখশ্রী
কিচ্ছু ভালো লাগে না
কাঞ্চন জঙ্ঘা আমাকে আকৃষ্ট করেনা
লালায়িত করে না ঝর্নার উৎস
এতো কিচ্ছু উপেক্ষা করতে পারি
এক নিমেষে
শুধু কোমল আর পবিত্র হৃদয়
উপেক্ষার উর্দ্ধে