কখন যে ওরা কলম কিনে নিলো
কাগজ ছিনিয়ে নিলো,
কিছুই টের পায়নি ,
তোমার বুক পকেটে রাখা কলম
ওদের পোষা গোলাম।
তুমি ইচ্ছা করলেই হ্ য ব ল লিখতে পারবে না।
আগের থেকেও বেশী ভয়ঙ্কর
'ওসি বড় না মসি বড় '
এ প্রবাদ কলিতে আবার সত্য হলো
ভীষণ আতঙ্কে প্রহর কাটে,
ছুঁচলো কলম কখন কোথায়
নিঃশব্দে ছেদ করে দেয়।
নিত্য ছেদ করে চলছে
শিল্পীর চক্ষু
প্রতিবাদীর কণ্ঠ
জনগণের কর্ন
হলুদ সাংবাদিকতা বন্ধ আবার,
তাই দৈনিক খবরের কাগজে
ছাপকা  রক্তের  দাগ।
লাল কালির দাগ যার নামে
সে এখন কলমের মালিক
লাল, বেগুনি , কালো , সাদা সব
এমনি অদৃশ্য কালির মালিক।