পিচ্ছিল রাজপথ  চিক্ চিক্,
পা পিছলে পথিক, পড়ে যায় পথে ,
উঠে দাঁড়াবার ,আপ্রাণ চেষ্টায়
ভীষণ তেষ্টায়, বুক ফেটে যায়
খুন খেকো জানোয়ার
লোহু চায় মানুষের
রক্তিম রাজপথ,প্রাণ গুলো ধিক ধিক
ফকিরের বেশ ধরে
নিঃশেষ করে দেশ।
ওদের অনেক চাওয়া,
বুভুক্ষা,পেট বড় জালা,
খাঁও খাঁও খেয়ে যায় ,
আরো চায় আরো চায়।
নারী গাড়ি গড়াগড়ি ,
যা পায় তাই খায়।
উন্মুক্ত আকাশ ,
সবুজ জঙ্গল ,
মিঠা নদীর পানি,
শিক্ষা, স্বাস্থ্য ,
তারপরও তারা খেতে চায়
রক্তাক্ত রাজপথ।