রাষ্ট্র জাতি সমাজ ধর্ম নির্বিশেষে
গরীবের সংজ্ঞা টা কি ?
মাঞ্জা দেয়া গৃহ শিক্ষক
যে কিছুতেই পড়শিদের বুজতে দেয় না
শিক্ষিত বেকারের আর্তনাদ
যদি বুজে বিদ্যালয় বিমুখ হয় নতুন প্রজন্ম
নাকি দিনমজুর রুহুল আমিন
যে কিনা দুপুরের খাবার না খেয়ে
স্নেহের সন্তানের টিফিন বক্স টা ভর্তি করার ফন্দি আঁটে
বন্ধ জুটমিলের কানাইলাল
বিয়েবাড়ির বেঁচে যাওয়া খাদ্য
নির্লজ্জ ভাবে চেয়ে নিয়ে যায়
ঘরে তিন চার জন প্রাণী হা করে আছে
অনেকবার এমন ও হয়েছে
এঁটো খাবার গুলো পলিথিনে গুঁজে দিয়েছে
মিষ্টি হাসি আর আশীর্বাদ দিয়ে বিদায় নিয়েছে
গ্রামের এক কোনায় বাসা বাঁধা নিঃসন্তান কালা বুড়ি
পেলে খায়, না পেলে হাসে
প্রতিবেশী রা মাঝে মাঝেই বেঁচে যাওয়া খাবার দিয়ে
তাকে উদ্ধার করে ,
সে বধীর কিন্তু জিভে স্বাদ আছে
তবু সে হাসে আর হাসে
গাছ থেকে পড়ে আব্দুল দুই যুগ ধরে পঙ্গু
শয্যাসায়ী বৃদ্ধা মা , কয়েকটা সন্তান সহ
শরীর না বেঁচা অর্ধাঙ্গিনী
বছরের এগারো মাস উপবাস
আর এক মাস রোজা করে কাটায়
আদম শুমারিতে এ তথ্য নাই
তোমার কাছে তো আছে ?
হে প্রতিপালক মৃত্যু পরবর্তী স্বর্গের বদলে
ধরায় খাদ্য দাও
সুষম বণ্টন করে দাও