আমি আমার সাথেই কথা কই
জলে ভরা সাগর তৃষ্ণা মেটে কই?
খুঁজেছি শতবার আমি আমাকে ,
কখনো সাধুর বেশে
কখনো চোরের দেশে,
কখনো নিরুদ্দেশে ,
মসজিদ মন্দির, পীরের দরগায়।
কখনো কাঁটাতার পেরিয়ে
রূপাই এর দেশের মাটিতে,
কখনো লায়লার দেশে
মজনুর সাক্ষাতের আশায়।
যদি দেখা পায় !
একবার , শুধু একবার জানতে চাইব
বলো তুমি কে? বলো আমি কে?
আরব সাগর পাড়ি দিয়ে ,
ধূ ধূ মরুভূমিতে , মরীচিকা আর আমি,
ক্যাকটাসের হিমশীতল ছায়া ,
কে বাজায় বাঁশি গো ,
কে যেন ডাকে আমায় দূরে।
আমি আমার সাথেই কথা কই ।
জলে ভরা সাগর তৃষ্ণা মেটে কই?