অর্থ অন্ধ, ক্ষমতা লোলুপ মানুষরূপী
নর কীট , বন্য পশুর চেয়ে হিংস্র
তোমাদের গোলা বারুদে দূষিত বাতাস
বিষাক্ত করে তুলেছ ধরণী
ভেঙে চুরমার করে দেওয়া শিশুদের ভবিষ্যৎ
আধুনিকতার চরম সীমা,অত্যাধুনিক যুদ্ধাস্ত্র
ঈশ্বরের নামে শপথ নিয়ে
পশুর মত সীমানা দখলের লড়াই
সদ্য ভূমিষ্ঠ হওয়া , নতুন নতুন শব্দ বলতে পারা
আলগোছে এক পায়ে এক পায়ে হাঁটতে থাকা শিশু
ওদের মাঝে তুমি কি ঈশ্বর দেখতে পাও না?
তোমার বন্দুকএর গুলি যখন শিশুর বুক ছেদ করে
আগুনে জ্বলে ঝলসে পুড়ে মরে
কচি শরীর দিয়ে তাজা রক্ত ঝরে ঝরে পড়ে
তবু তুমি শুনতে পাবে না ঈশ্বরের ক্রন্দন
তুমি শুনতে পাবে না হাড়ভাঙ্গা যন্ত্রণার আওয়াজ
মায়ের বুকফাটা আর্তনাদ
সর্বস্বান্ত হয়ে যাওয়া চুপ করে থাকা পিতা
ইতিহাসের সবচেয়ে সেরা মিথ্যা
যুদ্ধ নয় শান্তি চাই,
শুধু বলো যুদ্ধ করেই শান্তি পাই!