তোমার বিদায়ে জগৎ খানা,
হয়েছে আমার একটু জানা,
স্বার্থপর ভিষন রকম,
লাগছে কেমন অচেনা অজানা,
কেউ চেনেনা কেউ জানেনা,

তোমার বিদায়ে জগৎ খানা,
শূন্য মনে  বর্গী হানা ,
আঘাত পেয়ে হৃদয় জখম
তবু কেউ আসেনা কেউ আসেনা
কেউ চেনে না কেউ জানে  না।

তোমার বিদায়ে জগৎ খানা,
নয়ন মাঝে কবর খানা,
দেখা পায় তোমায় যখন
চোখের পলক আর মেলেনা
প্রহর কাটে ,তবু ঘুম আসেনা।

তোমার বিদায়ে জগৎ খানা,
খাওয়া শেষের দস্তরখানা,
খাবার ছিলো অনেক রকম
তবু সে খানা খেতে মানা
কেউ বলেনা কেউ যাচেনা।

তোমার বিদায়ে জগৎ খানা
আত্মা বিহীন দেহ খানা,
ডাক দিবে তুমি কখন?
এখন আর কেউ ডাকেনা,
তোমার কাছে  যেতে মানা?