ভীষণ অন্ধকারে
কিছু একটা বলতে চায়
এক টুকরো আলো নিয়ে,
বুক বেঁধেছে জোনাকি,
নক্ষত্র কে হুংকার
বৃষ্টি, ঝড়, ক্ষুধার্ত টিকটিকি,  
এত কিছু উপেক্ষা করে
এখনো ধিক ধিক করে জ্বলছে

কিছু একটা বলতে চায়
ভীষণ অন্ধকারে সে জ্বলতে চায়
জোনাকি একাকী?
নে হাতই  ভীষণ একা,
বাকিরা বিকিয়ে গেছে
হারিয়ে গেছে, দেশ ছেড়েছে
একা সে জিইয়ে আছে ,
সবুজ আলো ধিক ধিক

কিছু একটা করতে চায়
আলো দিয়ে ভরতে চায়
ডানা মেলে উড়ে  চলছে
ভীষণ চেস্টা অবিরাম,
তার বার্তা গোচরে আনতে
বেগ পেয়ে হয়েছে।
মৃদু আলোর এই সংগ্রাম
চলবে অবিরত।