চুরি যদি করতে পারতাম।
ভীষণ গরমে শীতল হাওয়া ,
এক পশলা ঝম ঝম বৃষ্টি
চুরি করে এনে দিতাম মৌসিনরাম থেকে।
তোমার হৃদয়ের থর মরুভূমি
সাজিয়ে দিতাম সবুজ সবুজে।
হিমালয় থেকে একটা ঝর্না
নিঃশব্দে চুরি করে এনে দিতাম।
চুরি যদি করতে পারতাম !
রাতের আকাশের একটা টা নক্ষত্র,
তোমার কপালে টিপ পরিয়ে দিতাম।
আর খানিকটা চাঁদনী চুরি করে
উঠোন টা আলোময় করে দিতাম।
মাত্র দুটো ধূমকেতু নিয়ে
ঝুমকালতা ঝুলিয়ে দিতাম কানে।
আকাশ গঙ্গা দিয়ে টিকলি বানিয়ে দিতাম।
চুরি যদি করতে পারতাম !
সবার হৃদয়ে থেকে হিংসা , ঘৃণা
লোভ লালসা চুরি করে ,
বারমুডা ট্রাঙ্গেল এ ছুঁড়ে ফেলে দিতাম।
তোমরা যারা ভালো বাসো,
যারা ভালবেসে বাঁচতে চাও ,
তাদের বাসযোগ্য করে যেতাম।