বহু আগে থেকেই 
উপেক্ষা করতাম ,
সম্ভবত প্রস্তর যুগ থেকে
তাম্রব্রোঞ্জ যুগ পর্যন্ত।
কেবলই  উপেক্ষা করতাম,
এখন আর খুঁজে পাইনা।

দীর্ঘদিন কর্ণকুহরে তুলা রাশি,
কক্ষনো তার ডাকে কর্ণপাত করিনি।
এখন আর শুনতে পাইনা।
পমানুর বিস্ফোরণ হোক
অথবা হৃদয় ভাঙার তীব্র শব্দ।

একটি তারার জন্ম থেকে
কৃষ্ণগহ্বর হওয়া পর্যন্ত
একবারও তাকাইনি।
এখন আর দেখতে পাইনা,
দিবালক এখন অমাবস্যার রাত।

তার কোনো প্রশ্নের সোজা উত্তর দিয়নি,
বরং  মৌনব্রতে স্বচ্ছন্দ ছিলাম।
বন্যা খরা ভূমিকম্প  সব কিছু
এ শরীরের উপর বয়ে গেলেও
টু শব্দটি উচ্চারিত হয়নি।  
এখন অনেক কথা  বলতে ইচ্ছে করলেও
বাকশক্তি হারায়ে নিঃশব্দ হয়ে গেছি।

অঙ্গে অঙ্গে  শুধু
জড়তা  জড়ায়ে ধরে।