আহা ঠিক আছে ,
একান্তই যদি যেতেই হয় ,
তবে যাও
পাছে দেরি হয়ে যাবে।
অনেকটা পথ
খোলা আকাশের নীচে
হেঁটেছি একসাথে,
কখনও ক্লান্ত হয়ে
বট গাছের ছায়ায় বসিনি।
পথের দিশা খুঁজে না পেলেও
পথ ক্লান্ত করতে পারেনি।
কথা হয়েছিল
একসাথে দিগন্ত রেখায় যাবো
একথা জানি ভীষণ রকম
মরীচিকার আর এক নাম দিগন্ত রেখা।
আসলে তোমার সময় টা
আমি সুবর্নযুগ করতে চেয়েছিলাম।
তুমি আশাহত হয়ে
পথ পরিবর্তন করতে চাইলে।
ফিরে যেতে চাইলে।
যাবে যাও দেরী করোনা।
তোমার কাল্পনিক অবয়ব সাথে নিয়ে
ঠিকই পৌঁছে যাব।