বেঁচে থাকা ই যখন শাস্তি
শরীর তখন পদার্থ মাত্র,
মৃত্যুর দেবতা পথ ভুলে
প্রতিবেশীর সদর দুয়ারে,
শকুন ঘাপটি মেরে বসে আছে,
ঢেউ হীন সমুদ্র শান্ত শান্তি,
বাতাসে বারুদের গন্ধ,
শিশুর দেহ বার্বিকিউ,
এ চোখে শুধু ধ্বংসের ছবি।
এ নাকে পোড়া গন্ধ কেবলই।
এ কানে ঈশ্বর কে ডাকার আর্তনাদ।
ঈশ্বর গ্রীষ্মাবকাশে ?
কার অশ্রু কার চোখে ঝরে ,
ভীষণ নোনতা সমুদ্রের জল
তার চেয়েও বেশী চোখের জল।
যে বাঁচতে চায়, তার মাথা কাটা
যে বাঁচাতে চায় তার হাত কাটা
আমি পালাতে চায় ,আমার পা কাটা।
অত্যাচারী রক্ষক যখন
পাপী দের হাতে পতাকা ওড়ে,
বিজয় মিছিলের পথ রক্তে পিচ্ছিল।
তোমার গণিতে গরমিল ?