দীর্ঘ পুরানো একটি গাছ
কয়েকশত বা তার অধিক ,
অনেকবার ডাল উঁচিয়ে ,
চাঁদ ধরার চেষ্টা করেছে।
ব্যর্থ প্রেমিকের মতো,
মাথা ঝুকে আজও দাঁড়িয়ে আছে।
গায়ে পোস্টার সাঁটা
গাছ লাগান প্রাণ বাঁচান।
কিছুটা ছাল খসে গেছে,
কিছু ডাল শুকিয়ে,
পরজীবীরা দখল দখল খেলা করছে,
কোন গাছে কোন পাতা ঝুলছে?
গোবর ঘুটে শুকাচ্ছে ,
গায়ে পেরেক সাঁটানো পোস্টার,
গাছ লাগান প্রাণ বাঁচান।
কিছু বুদ্ধিমান লোকেরা
সিঁদুর মাখা কামারে পেরেক ,
গাছটার বুক চিরে গেড়ে দিয়েছে।
কয়েকটা লাল সুতো ,কালো সুতো
আর গামছা পরিয়ে দিয়েছে ।
তবে পোস্টার টা এখনো দেখা যাচ্ছে
গাছ লাগান প্রাণ বাঁচান।
পরাজিত শেষ নবাবের লজ্জা
ফিরিঙ্গী দের বাড়ী ফেরার দুঃখ
স্মৃতি রোমন্থন করতে করতে
কখন যে দেশ স্বাধীন হয়েছে,
কতবার রং পরিবর্তন হয়েছে ,
এত কিছুর পরও পাতা গুলো
কোন রঙ্গেই রঙেনি।
এখনো পাতা গুলো সবুজ রয়েছে,
পোস্টার লেগে আছে ,
গাছ লাগান প্রাণ বাঁচান।