তোমার অনুপস্থিতি
ঘড়ির কাঁটা সহ পৃথিবীর গতি শ্লথ করে দেয়
সেই যে কবে বসন্ত বিদায় নিলো
দীর্ঘদিন পলাশ তার ডাল রাঙাতে পারেনি
জোনাকি পথ চেয়ে বসে আছে
তোমার অনুপস্থিতি
গন্ধ ছাড়েনা গন্ধরাজ , বেল ,জুঁই
গোলাপ আধ ফোঁটা হয়ে ঝরে যায়
ঘাস গুলো কবেই ফিকে হয়ে গেছে
পাখিরা পথ ভুলে বাসায় ফেরে না আর।
তোমার অনুপস্থিতি
নদী স্রোত হীন শেওলা ভরা
জলপরী এখন বেজায় খুশী
তোমার রূপে ঝলসে যেতো
পদ্ম পাতায় ফড়িং বসে না আর।
তোমার অনুপস্থিতি
গ্রীষ্মের বিকালে পাতারা নড়েনি
এবারে বৃষ্টিতে মেঠো গন্ধ ছিলনা
শীতে শিশির পড়েনি কচু পাতায়,
পরিযায়ী পাখি এদেশের নাম ভুলেছে।
এত কিছুর পরও
তুমি অন্তত একটিবার
বসন্ত কে সাথে নিয়ে এসো।
তোমার পথে সেই কবে থেকে
চোখ বিছিয়ে রেখেছি।