মিলে মিশে আছো বটে
তেলে জলে বাতাসে ,
চেয়ার টা শক্ত করে বাহুবলে,
ভেলকি দেখায় ভাল্লুকে ,
পুতল নাচে মুল্লুকে ,
মানুষ ফানুস সংখ্যা কেবলি।

নানান একুশে আইন প্রণয়ন,
সাক্ষর হীন চেক যেনো।  
একজন আরেক জনকে
নাটকীয় গর্জনে কুপকাতের চেষ্টা।
বোঝা বড়ই সোজা,
গুণ গুণ গুঞ্জনে জনগণ,
আশায় বুক বেঁধে আছে আজও।

বাঘ সিংহ আর হরিণের যুদ্ধে
হরিণ বিচার পাবে।
পাবে?
পাবে........?