একটা কিছুর শব্দ পেলাম
কারও কি  মন ভাঙ্গলো।
ভাঙলে ভাঙ্গুক।

একটা কিছুর শব্দ পেলাম
কারও কি চোখ ভাসলো
ভাসলে ভাসুক।

একটা কিছুর শব্দ পেলাম
পাঁজরের হাড় ভাঙলো?
ভাঙলে ভাঙ্গুক।

একটা কিছুর শব্দ পেলাম
অভুক্তের পেট মোচড়ালো?
মোচড়ায় মুচড়ুক।

চারিদিক স্তব্ধ কেনো
কেউ চোখ বুজলো?
বুজলে বুজুক।


একটা কিছুর শব্দ পেলাম
শিক্ষা কি গোল্লায় গেলো?
ধীরে ধীরে গেলে যাক।

একটা কিছুর শব্দ পেলাম
কারা নাকি মরলো মারলো?
সারি সারি মরতে থাক।

একটা কিছুর শব্দ পেলাম
কে নাকি গড়ছে গড়ালো?
বেশ তবে গড়তে থাক।

একটা কিছুর খবর পেলাম
গরীব নাকি  নিঃস্ব হলো?
এইভাবেই হতে থাক।

একটা কিছুর শব্দ পেলাম
আমার কানে তালা লাগলো,
বাকিদের ও লাগতে থাক।