যাবার হলে যেও প্রিয়
একখান চিঠি লিখে যেও
একটু দীর্ঘ , একটু বিস্তৃত
যা কিছু  মনে পড়বে  বা পড়বেনা,
অলীক হলেও ক্ষতি নেই
লিখে দিয়ো সন সন।

যাবার হলে যেও প্রিয়
একখান চিঠি লিখে যেও।
আরব্য রজনীর মত
শেষ না হয়ে যায় ,
দেব দাস পথের দাবী নয়
একখান তোমার হাতের চিঠির দাবী মাত্র।


যাবার হলে যেও প্রিয়
একখান চিঠি লিখে যেও।
অভিযোগ যত স্তরে স্তরে উন্নীত করে
সাজিয়ে দিয়ো তোড়া খানি,
শুকনো পাপড়ি ঝরা গোলাপ
রক্ত মাখা কাটা ,
তবু সাজিও প্রিয়।

যাবার হলে যেও প্রিয়
একখান চিঠি লিখে যেও।
বাকি সব নিয়ে যাও
ভেঙে দাও , ফেলে দাও।
সুধু ফাঁকা টেবিলের উপরে
পাথর চাপা দিয়ে একখান চিঠি...