দুর্গা আর ঘুমিও না।
চেয়ে দেখো, ওঠো জাগো।
সবারে জাগিয়ে তুমি ঘুমিও না।
ওরা মঞ্চ করেছে আবার,
একটু সাহস যুগিয়ে দাও ,
বাকিটা ওরাই করে নেবে,
ওরা আজ ক্ষিপ্ত হায়েনা
বদনে লহু অগ্নি সম,
কোনো প্রয়োজন নেই
অলৌকিক শক্তির
শুধু তুমি আওয়াজ দাও,
আষাঢ়ের আহ্বানে
ধুয়ে যাবে কালি যত।
বৃষ্টি আর চোখের জলে
বুকটা সিক্ত আজ,
বুকফাটা আর্তনাদ
শুনতে পাচ্ছ দুর্গা?
সন সন ওই শোনো
পদাঘাতে মাটি কম্পায়,
কমল কামাল এক হয়েছে
সালমা সুজাতা হতে হাত,
বাঙ্গাল কাঙাল মানব বন্ধনে
দৈত্য হবেই কুপোকাত,
শুধু একবার এসো দুর্গা।
শুরু টা করে যাও।
ওরা পথ চেয়ে আছে,
আদেশের অপেক্ষায়।
ইতিহাসে লিপিবদ্ধ হবে
আবার এক রেনেসাঁ।
দুর্গা , ওই দেখো
শাল বনে বুঝি পিশাচ লুকায়,
ড্রাকুলা ভয়ে স্তব্ধ দিনেও,
ছারখার হবে অশুভ শক্তি।
একবার ঘুরে যাও দুর্গা।