এই ছেলে, উদাস কেনো বসে ?
সঙ্গে যাবি ,আমার সাথে?
পুঁজি পাটি নাই বা থাক
স্বপ্ন বেচবো দুজন মিলে।
এই ছেলে, গুমড়া মুখো
আমার সঙ্গে চল ,
হাসি তোর বিলিয়ে দিস না
চল বেঁচবো দুজন মিলে।
এই ছেলে ,মাতাল কেনো
কিসের নেশায় যুঝছ তুমি,
বুকের ছাতি , হাতির মতো
চল গতর বেচবি চল।
এই ছেলে , পাগল পারা ,
কার প্রেমে মত্ত হয়ে।
ভালবাসা অনেক বুঝি,
ধুয়ে ফেলো নোনা জলে ,
আমার সাথে চল।
এই ছেলে কাঁদছো নাকি?
আকাশ পানে তাকিয়ে কেনো?
তুমি না পুরুষ মানুষ !
স্বামী , ভাই , দাদা, ছেলে।
এই ছেলে, খিদা পেয়েছে?
একলা খাবি, চল!
বাড়িতে মা রয়েছে
বাবা রয়েছে
বাড়ি ভরতি ক্ষুধা রয়েছে,
এই ছেলে, উদাস কেনো?
কিসের ভাবনায় ডুব দিলি?
মাথা এবার তোল
চাঁদ কে রুটি ভেবে
গোগ্রাসে খাবো বসে
ক্ষুধা মিটাবো চল।