প্রতিজ্ঞা করেছিলে তুমি আসবে ,
কোনো এক বসন্তের সন্ধ্যায়।
প্রদীপ জেলেছি পথ চেয়ে,
কচি ঘাস মুখিয়ে আছে
তোমার নরম পায়ে আঘাত না লাগে।
সন্ধ্যা নামার আগেই ,
পাখী গুলো ইচ্ছে করে বাসায় ফিরছে।
ব্যাঙ ডাকে ঝিঁ ঝিঁ ডাকে।
সন্ধ্যা নামে গঙ্গার ওপারে।
অপেক্ষা শুধু অপেক্ষা
কবে তোমার দেশে সন্ধ্যা নামবে।
সলতে টা জ্বলতে জ্বলতে,
ক্রমশ ছোট হতে থাকে।
নিভে যাওয়ার আগেই , প্রস্তুত।
সদর দরজা আজও উন্মুক্ত
কয়েকশত বছর ধরে।
আমার দেশে কেবলি শীত
বসন্তের দেখা নাই।
প্রদীপ জ্বলে শিয়রে
তবু আমার কবর ঘুট ঘুটে রাত।
চোখের জলে প্রদীপ জ্বলে,
বসন্ত আর তুমি কবে আসবে ?