জোনাকিদের কাতর আর্তনাদ।
পূর্ণিমার চাঁদ গিলে খায় তাদের সৌন্দর্য।
পরম স্নেহে আগাছা গুলো,
সোহাগ ভরে আগলে রাখে বৃক্ষ গুলোকে।
অন্তর চক্ষু দিয়ে কোনদিন দেখেছো।
পরজীবী লতা গুল্ম বৃক্ষরাজি,
প্রতিনিয়ত তাদের প্রেমের আদান-প্রদান ।
কৃত্রিম ভালবাসা সেখানে পরাজিত।
ছায়া খেকো আলো,
গো গ্রাসে খেয়ে ফেলে মলিন সব ছাড়া ,
একমুঠো শান্তি পেয়েছিলে সে ছায়ার শান্ত প্রেমে,
ভুলে যেওনা,
আগাছা গুলো তোমায় প্রেম শিখিয়েছিল,
ভুলে যেওনা অন্ধকার তোমায় শান্তি দিয়েছিল।