হে ঈশ্বর আমাকে একটা বর দাও
আমার যেনো ক্ষুধা না লাগে
ভীষন যন্ত্রণা হয় পেটের ভিতরে
আমি সোজা হয়ে দাঁড়াতে পারিনা
হে ঈশ্বর আমার লজ্জা মুছে দাও
লজ্জা নিবারণ বস্ত্র,
সে কোন কাল থেকেই নাই
শরীরে একটু বেশী বেশী লোম দাও
হে ঈশ্বর আমার বিবেক ভোঁতা করে দাও
আমি সহ্য করতে পারিনা
নিরীহদের প্রতি কঠোর
নিপীড়ন শোষন বঞ্চনা
হে ঈশ্বর আমাকে বধির করে দাও
আমি সহ্য করতে পারিনা
উৎপীড়িত দের যন্ত্রণার শব্দ
দাবালনে পুড়ে যাওয়া বস্তির চিৎকার
হে ঈশ্বর আমাকে পাষাণ করে দাও
ব্যাথা বেদনা যেনো আমাকে ছুঁতে না পারে
শিশুর কান্না, বৃদ্ধের আর্তনাদ
আমাকে যেনো স্পর্শ না করে
হে ঈশ্বর আমাকে পাথরের মূর্তি বানিয়ে দাও
পৃথিবীর সব জড়তা আমায় দাও
বদলে আমি ও তোমায় দেবো
পুষ্প দেবো চরনে