দেবার হলে দাও
শুধু প্রেম দাও মোরে ,
পাহাড় প্রমান প্রেম দাও,
এক সমুদ্র প্রেম দাও,

তোমাকে ভালবেসে
দিগ্বিদিক শূন্য হয়ে
ফকিরের বেশে
ঘুরবো দেশে দেশে,
সাথে তোমায় নিয়ে।
ছড়াবো প্রেমের বীজ,
রাখবে তো সাথে ?
থাকবে তো পাশে ?
দেবে তো আমায় ?

এ কথা জানো কি !
উপসনাগৃহে
নাম জপি চুপি চুপি।
জপমালার পুঁথি
ক্ষয় হয়ে গেছে কবেই।
বালির প্রতিটা কনা
তোমার নামে উৎসর্গ।
বলো কবে প্রেম দেবে ?
বলো কবে আপন করে নিবে?