বিনিদ্র রজনী কাটে তোমারি প্রতীক্ষায়
দরজা বন্ধ, খিল দেওয়া নাই
কয়েক দশক পর এসেছে বিরহ ব্যাথা
এ ব্যাথার যাওয়ার কোথাও নাই
দয়া করে তুমি আর এসোনা
উপভোগ করতে দাও আমায়
প্রদীপ কবেই বন্ধ, আলোহীন ঘর
দয়া করে আলো জ্বেলো না
এ আঁধার একান্ত আমার হোক
অনেক দিন পর ছবি ভেসেছে হৃদয়ে
মনের দীঘি শান্ত আজিকে
সে জলে নাড়া দিয়োনা
চাঁদের থেকে কম কি দাগ
ক্ষত চিহ্ন ভরা হৃদয়
দাগ আছে থাক, জোৎস্না এসোনা
কক্ষ পথ হারানো পৃথিবী
এই বেশ আছি , থাকতে দাও আজিকে
চাঁদ হয়ে পাশে এসোনা আর
ব্যাথাময় অন্ধকার রাতে
তোমার দৃষ্টির নেশায় বুঁদ আমি
দয়া করে সুরা এনোনা
কয়েক দশক পরে কাছে এসে
বিরহ সুখ ছিনিয়ে নিয়না