তার কথা মনে পড়ছে ভীষন রকম।
হৃদয়ের পেন্ডুলাম টা নড়ে উঠলো হঠাৎ
শ্বাস কষ্ট ক্রমশ ঊর্ধ্বগামী।
স্যাঁতসেঁতে চোখে তার মুখটা
বার বার পিছলে যাচ্ছিল।
হৃদয়ের যে অংশটা তার জন্য বরাদ্দ ছিল,
দীর্ঘদিন তার অনুপস্থিতিতে
বিকল হতে চলেছে প্রায়।
বাকি টুক ধুক ধুক ধুক ধুক।
ধু ধূ মরুভূমি ,শুধু তার মরীচিকা।
ঘাসফুল শুকিয়ে সারা
হরিণ এখন কঙ্কাল সর,
খবর পেয়েছে শকুনি
সদায় সেথায় আনাগোনা।