বুকের ভিতরে উথাল পাতাল
মন আনচান ভীষণ রকম,
কোনো পিশাচিনীর মন্ত্রমুগ্ধ,
সদাই তার পানে মন যে।
কোন নাগীন এর ছোবল
বিষ জ্বালায় জ্বলে মরি,
মৌ লোভে মৌমাছির দংশন,
ভীষণ যন্ত্রনাদায়ক হলেও
এ কথা ভেবে আরাম পাই
সে নাকি আমায় ভালবাসে!
আমায় স্মরণ করে সর্বদা।
মন জানাজানি চলে সারাক্ষন
দাঁতে জীভ কেটে রক্তাক্ত,
খাবার সিটকে স্বাস নালি
দিবালোকে জনসম্মুখে
পথ চলতে হোঁচট খেয়ে
আবার সামলে উঠি।
পিশাচিনির টেলিপ্যাথি?
এ কথা ভেবেই লজ্জায়
শরমে বাদামী মুখশ্রী আমার।
সে এখনো ভালবাসে?
আমার কবিতা বুকে নিয়ে
আমার গান গুনগুনিয়ে ,
দিন রাত আকাশ পানে
পলকহীন দৃষ্টিপাত তার!
আকাশেও জাল পেতেছে ,
মেঘের আড়ালে উঁকি দেয় চাঁদ
শকুন দৃষ্টি আমার পানে?
পথ রুদ্ধ পালাবার নাই,
তবু লুকোচুরি চলে,
সে নাকি ভালো বাসে এখনও।
মাঝে মাঝে নির্জন পথে
কে যেনো গোলাপ ছিঁড়ে মারে।
প্রজাপতি লাথি মেরে
উড়ে যায় দূরে যায়।
পাখিরা পিছু ধাওয়া করে,
এসব তার কারসাজি
আমি বিলক্ষণ জানি বটে।
তবু একথা ভেবেই শান্তি
সে নাকি ভালো বাসে এখনও।