সীমান্ত রেখার কাঁটাতার পথের বাধা ?
পাখি হয়ে উড়ে আসতেই পারো।
ভাষা যদি কথোপকথনের বাধা হয়
তবে ইশারা করে দেখতে পারো।
যদি সশরীরে সাক্ষাৎএ সমস্যা হয়
তবে উত্তরের বাতাসের সাথে
ফুলের ঘ্রাণ হয়ে আসতে পারো।
নদী হয়ে মোহনায় মিশে যাবো,
মহা সমুদ্র হয়ে দেখতে পারো।
আমি চাতক পাখিকে ডাকতে বলেছি
তুমি বৃষ্টি হয়ে ঝরে পড়তেই পারো।
আমার বাগানে ফুলের মেলা
তুমি প্রজাপতি হয়ে আসতেই পারো।
কনকনে শীত এবার বিদায় নেবে
বসন্ত হয়ে উষ্ণতা দিতে পারো।
ভালো বাসলাম কিবা নাই বাসলাম
ভালো লাগলে,ভালো বাসতেই পারো।