বৃষ্টি নিলাম হয়ে গেছে,
শুষ্ক ঝড়ো হাওয়া বয় কেবলই
ওপার থেকে হৃদয় পর্যন্ত।
পাতা নড়ে গাছ নড়ে,
চিলেকোঠার চাল নড়ে।
দুলছে পিসার হেলানো মিনার,
উথাল পাতাল জল রাশি।
উড়ে যায় ওড়না খানা,
হৃদয় নড়েনি কখনও।
সদ্য বোঁটা ছেঁড়া আম নর্দমায়,
সবুজে সবুজে গড়াগড়ি।
তবুও হৃদয় তোমার ফ্যাকাশে।
দেখো চোখ খুলে  তাণ্ডব ।
ভয় করো না হয় উপভোগ,
তাকিয়ে দেখো আকাশ পানে।
বৃষ্টি না হয় হোক গে ,
পৃথিবীর ধুলো মেখে নাও গায়ে।  
এখনো সবুজ বেঁচে আছে।
বেচে থেকে মরে যাওয়া নয়,
মোরে গিয়েও বাঁচতে হয়।