নিরবতা কে সম্মতি ভেবে বিদায় নেব
নাকি আর একটু অপেক্ষায় থাকবো?
প্রিরিত জঞ্জিরে আপদ মস্তক বন্দি
এত ভালোবাসা রাখবো কোথায়?
মাঝে মাঝে বিলিয়ে দিতে ইচ্ছে করে
এমন কি তোমার জারজ সন্তান কে
স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দিয়েছি
আদর করেছি পথ শিশুদের
ভালবেসে আগাছা গুলো কে কাটিনি,
চুপি সাড়ে কেটেছি পাখি ধরার ফাঁদ
ছিপের বড়শি আর খানিক ভালবাসা
যতবার তুমি বেশী বেশী করে ভালবেসেছ
ততবার আমার দানের খাতা লম্বা তালিকা
কেনো বোঝো না তুমি?
আমার নবাবী চাল তোমার দান মাত্র?
তুমি দিতে থাকলে আমি বিলাইতে থাকবো!