আমি আমা হতে হারিয়ে গেছি,
যোজন দূরে
খুঁজলেও পাবেনা আর ,
সড়ক থেকে গলি,
গলি থেকে মেঠো পথ ,
মেঠো পথ টা ধুধু মাঠে লীন হয়ে গেছে
তার আর একটু দূরে
যেখানে মাটি আর আকাশ কথা কয়
ঠিক ওই খানেই আছি
তুমি দেখেছো কি ?
আমি আর আমাতে নাই,
সমুদ্র সৈকতে একের পর এক ঢেউ
ক্রমাগত আছড়ে পড়ে ,
একটু দূরে ঢেউ গুলো ছোট হতে থাকে
তার পর একটু দূরে নীল জল
আর একটু দুরে গাঢ় লীন,
তাকেও পর করে মাঝ বরাবর
পদ্ম পাতার মতো ভেসে আছি।
হাতছানি দিয়ে তুমি ডেকেছো কি ?
আমি আমা হতে মুক্ত হয়েছি
সজোরে ধেয়ে আসে
সাহারার উতপ্ত বালু ঝড়
নকশা বদলে দেয়।
তার পর শান্ত হয়
কিছু টা দূরে চিক চিক করে ওঠে
একটা ভিষন জলাশয়
মায়া মরীচিকা মাত্র
তার পর একটু দূরে
আরও দুরে শুধূ মরীচিকা।
তারই মাঝে আমি জলের কলসি নিয়ে
ধীর অপেক্ষায় বসে আছি।
তুমি পিপাসার্ত নাকি ?