আকাশ আজ অল্প নীল,
তুমি আমি , আমি তুমি দুজনে ,
চলো ছবি আঁকি আকাশের গায়
বৃষ্টির জ্বলে কাগজ টা ভিজিয়ে
জল রঙের প্রথম টোন তুমি দিও প্রিয়।
ধাপে ধাপে একটা সাদা পায়রা
ডানা মেলা বক , রাজ হাঁস,
আর একটা ছুটন্ত পক্ষী রাজ।
পাল তোলা নৌকা, পুষ্প রথ
গোলাপ গন্ধরাজ বেল ফুল
তোমার যা কিচ্ছু ভালো লাগা আছে
নরম তুলির শান্ত টানে
আকাশ টা ভরিয়ে দেবো।
পড়ন্ত বিকালের রঙিন রঙে
একটা আস্ত জবা
কিছু কৃষ্ণচূড়া এঁকে দেবো।
তার পর ......
একটা কঠিন দরজা আঁকবো
প্রবেশ না করতে পারে
সভ্যতার বিকাশের গরল ধোঁয়া
যুদ্ধ বিমান সহ মিসাইল।
ভরিয়ে দেবো শান্তির বার্তা ,
তুমি আমি আর আমি তুমি
সমুদ্র সৈকতে বসে
প্রাণ ভরে দেখবো আকাশ পানে।