একটা গোটা শহর  দেখেছি জন হীন,
একটা বিস্তীর্ণ গ্রাম দেখেছি নর হীন
একটা সভ্যতা দেখেছি মানুষ হীন,
কংক্রিটের গুহা, রেশমী পশুর ছাল বদনে
বদলেছে প্রযুক্তি কেবলই
আদিম মানুষ  আদি সত্তায় বহাল,
ভাষা হারিয়ে আবার ,
তারা শুধু ইশারার অপেক্ষায়,

উন্নতির শিখরে হতে আবার পাতাল পুরে,
নীতি নৈতিকতা ভোতা হয়ে যাওয়া
চরম অমানবিক সভ্যতার
আমিও এক সুধী!
কাল আবার ইতিহাস লেখা হবে,
কালো কালিতে
পরের প্রজন্ম আমাদের প্রশ্ন করবেন,
কালো অধ্যায় এর দায় কার?
ঘুরে ফিরে আসবে নাম,তোমার আমার।