তোমার অভিশাপ এ আজও
প্রাণ খুলে কাঁদতে পারি না
দু এক ফোঁটা নোনা জল চোখ বেয়ে আসে
পাঁজর টা আঁকড়ে ধরে , প্রচণ্ড শ্বাস কষ্টে
বুকটা রোড রোলারের তলায় চাপা
তোমার অভিশাপে অনুভূতি গুলো আরো ধারালো হচ্ছে দিনের পর দিন
স্নায়ু গুলো তে কেউ যেনো কৃত্রিম ডোপামিন ঢেলে দিয়েছে,
টেলিপ্যাথির অগাধ আদান প্রদান
এমন কি প্রার্থনা গৃহে হৃদয় নরম করে ক্ষমা চাওয়ার সময়
তুমি অযথাই হেসে ওঠো
আর কিভাবে বন্দী করতে চাও ?
তোমার ছায়া অমাবস্যার রাতেও পিছু দেয়
আমি অনুভব করতে পারি
অনুমান করতে পারি