সবুজ এসেছে, আবারও সবুজ
দারুন উদ্দীপ্ত, উত্তাল লহরী
গরম লহু, অস্থির স্নায়ু
উচাটন মন আবেগ ঘন,
মানবিতে আসক্ত পুনরায়
আবারো মত্ত পরকীয়ায়
আর একবার নিষিদ্ধ প্রেম
খরস্রোতা নদীর স্রোতে
নুড়ি পাথর এমনকি কূল
জনপদ সহ বসতি
আব্দুল মাঝির নৌকো
শিশুর খেলাঘর
সবকিছুই তুচ্ছ তখন,
আগ্নেয়গিরির অনলে
রক্ত রাঙা ফুটন্ত লাভা
প্রকৃতি তার খেয়ালী খেলায় ,
পুড়ে ছাই , তারপর শান্ত
সাবধান, হুশিয়ার
ভুলেও কাছে এসোনা
সুপ্ত বাসনার মত
সুপ্ত আগ্নেয়গিরি
বরষার দামোদর
কভু শান্ত, কভু অশান্ত
নিষিদ্ধ কে সিদ্ধ করার
মিছে প্রচেষ্টা বার বার
নিষিদ্ধ প্রেম আর ও একবার