মাগো,
শত কোটি পূজা তোমার চরণকমলে
জন্ম নিয়েছি তোমার মায়াময় কোলে।
কত যত্নে স্নেহে বুকে দিয়েছো মা ঠাঁই
ধূলির ধরায় কোথাও যে তা নাই।
ক্লোনাজিপাম খেয়েও যখন নিশীথ রাতে।
ঘুম আসেনা শুকনো আঁখি পাতে
চেয়ে রই দূর আকাশ পানে
স্মৃতির বেদনায় তোমার মুখখানি ভাসে।
আশার ছলনে ভুলে রইলাম দূরে
কি পেয়েছি কি পাইনি সে কথা পরে
তুমি কেমন আছো মা জানতে ইচ্ছে করে
এই পরবাসে তোমার কথা মনে পড়ে।
যে মাধবীলতার তলে বেঁধেছিনু ঘর
সে ছিল মায়াবী ভূবণ হয়ে গেল পর
তোমার ছেলে আজ হয়েছে সন্ন্যাসী
হতে পারিনি মা তোমার চরণদাসী।
ছোট্ট বেলায় কেউ দুঃখ দিলে মনে
তোমার কাছে জুড়াতাম প্রাণ কেঁদে
হাতুরির আঘাতে কাস্তে বানায় কামার
তেমনি আঘাতে হৃদয় ভেঙেছে আমার।
থাক এসব কথা শুনলে তুমি পাবে ব্যথা
তার চেয়ে ভালো তোমার কথা বলো
পারবে কি মা ক্ষমা করতে আমায়
ছিলাম অবাধ্য আজ বড় অসহায়।