আকাশে আর্ত আঁখি তুলে আঁকো কার ছবি
আন্ মনে মেঘের ভেলায় ভেসে বেড়াও কবি
শঙ্খ চিলের পালক ছুঁয়ে নাও কিসের ঘ্রান
সবুজ মাঠের স্নিগ্ধ সমীরণে জুড়ায় প্রান
সয়ে গেলে আধিপত্যবাদের বঞ্চনা
সাম্যবাদী তুমি ভেঙে দাও সমাজের জীর্ণতা।
নিমগ্ন গোধূলি বেলায় হারিয়ে যাও দূরে
মন ময়ূরীর ডানা মেলে কল্পলোকের তীরে
কখনও তুমি প্রেমিক প্রেমময় লীলা-লাস্যে
স্বপ্ন সাজিয়ে রংধনুর সাতটি আবিরে
কখনও মহা বিদ্রোহী দ্রোহের যাতনা সয়ে
ক্লান্ত শ্রান্ত মহা যোদ্ধা ভীম রণভূমে।
তোমার চোখে বাংলা সে-তো রূপসী বাংলা
সোনার মানুষ আর সোনার ফসলের বাংলা
কতটা ভালোবাসা রেখেছ দেশের তরে
দেশের মাটি ধুলিমাখা মানুষের ওপরে।
বিষের বাঁশি বাজিয়ে তুমি মহা বিরহী
রিক্তের বেদন বুঝতে পার তুমি যে কবি
ভাঙ্গা স্বপ্নের টুকরো গুলো লাগাও জোড়া
শুরু হয় পথ হারা পথিকের নতুন জীবন গড়া।