কবি নীরব,নেই বর্ণ গাঁথা কথা
তবে কি সব কথা শেষ?
কথা শেষ হয় না
ইচ্ছে গুলোই নিঃশেষ
যে কথা বলা হলো না
বুঝে নিও অবশেষ।
স্বপ্ন হারায় না
হারিয়ে যায় স্বপ্ন দেখার সাধ
ইচ্ছে নদী ছুটতে ছুটতে
বিলীন হয়ে যায় মরুতে
মন বলাকা মুক্ত আকাশে
উড়তে উড়তে ঠিকানা হারায়
ডানাভাঙা বিহগের ছটফট
বন্দী কোনো মায়াবী পাড়ায়।
ফাগুনের ছোঁয়ায় ফুল ফুটে
ফুলের ডাকে অলি আসে
সব দেখে নীরব কেন কবি
আঁকবে না কি নব ছবি?
গাঙচিলেরা উড়ে গেছে দূরে
তারই ছবি ভাসে স্নিগ্ধ আঁখি জুড়ে
সমুদ্রের শুভ্র পাথর আজ মলিন
ইচ্ছে গুলো হয়ছে বিলীন।