ধূসর গোধূলি
ভুলের বনে ফুল ফুটাতে চেয়েছিলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম
ভুল করে ছিলাম আমি তোমায় ভালোবেসে
এখন আমার দিন রজনী কাটে কেঁদে কেঁদে।
বুকের জমানো ব্যথা গুমরে কাঁদে
আঁখি জলে ভেসে যায় ঝর্ণা হয়ে।
ভুলের বালুচরে বেঁধে ছিলাম বাসা
অচেনা মরুর ঝড়ে ভেঙ্গে দিল আশা
কেন যে এমন হলো কেউ জানে না
হৃদয়ের বোবা ব্যথা কেউ দেখে না।
স্বপ্ন চারিণী হয়ে দেখালে স্বপন
ভেবে ছিলাম তুমি আমার কতনা আপন
মরিচীকা হয়ে গেল ভালোবাসা নীড়
চারিদিকে শুধু আমার দুরাশার ভীড়
বিষাদে ভরে যায় ধূসর গোধূলি
নীলাভ মেঘে ঢেকে দিল আকাশ সোনালী।